ফের দল বদল, বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:১৭ এএম
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন।
বুধবার রেজা কিবরিয়া জানিয়েছেন, বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।
এবারও কি ধানের শীষে লড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, হবিগঞ্জ-১ আসন থেকেই ধানের শীষে লড়ব—সেজন্যই এই আনুষ্ঠানিকতা।”
সোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে হবিগঞ্জ-১সহ ৬৩টি আসন এখনো ফাঁকা রাখা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন, কিন্তু জিততে পারেননি।
তিনি রাজনীতি শুরু করেন গণফোরাম থেকে। পরে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলীয় দ্বন্দ্বের কারণে তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে সরে আসেন।
গণঅধিকার পরিষদ পরবর্তীতে দুই ভাগ হয়ে যায়—একটি অংশের নেতৃত্বে নুর, আর অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। এরপর রেজা কিবরিয়া দলটির পদ ছেড়ে দিয়ে কিছুদিন রাজনীতি থেকে বিরত ছিলেন।