অবশেষে সিলেট-৪ আসনে মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৫ এএম
অবশেষে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ১২ মিনিটে মনোনয়নের বিষয়টি আরিফুল হক চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন। এছাড়াও, বিএনপির হাইকমান্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ দিন রাতে আরিফুল হক চৌধুরীকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসায় ডেকে নিয়ে সিলেট-৪-এ নির্বাচন করতে বলেন। এরপর সিলেট-৪ আসনে আরিফের মনোনয়ন নিশ্চিত করা হয়।
আরিফের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এ আসনে বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশীদের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, বুধবার দিনভর আলোচনায় ছিল আরিফের মনোনয়ন।
সিলেট-১ আসনে মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন আরিফুল হক চৌধুরী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি জানিয়েছিলেন, তিনি নগরের রাজনীতি করেন এবং তাকে যেন সিলেট-১ আসনে মনোনয়ন দেয়া হয়।
সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
এ সময় সিলেট-১ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় সিলেট -৪ ও ৫ আসনে মনোনয়ন ঘোষণা বাকি রাখা হয়।
এ খবরে হতাশ ও মনোক্ষুণ্ণ আরিফুল হক মঙ্গলবার সকালে বিমানে উঠে ঢাকার পথে উড়াল দেন। ঢাকায় বিএনপির নীতিনির্ধারকদের সাথে আলাপ আলোচনায় বসেন। খবর পৌঁছে যায় লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তারেক রহমান বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির হাইকমান্ডের সাথে। পরে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে নির্বাচন করার পক্ষে তার মত দেন।