মনির খান-কনকচাঁপা-বেবী নাজনীনদের জন্য কি চমক অপেক্ষা করছে?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার এমন ঘোষণা দেওয়ার পর থেকেই নির্বাচনি প্রস্তুতিতে রাজনৈতিক অঙ্গন ব্যস্ত হয়ে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এ তালিকায় নেই বিনোদন জগতের শিল্পীরা।
বিনোদন জগতের কেউ না থাকলেও বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ এখনো কমেনি। রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের পর নির্বাচনের সময় ঘনিয়ে এলেও তালিকায় নতুন চমক কিংবা সমন্বয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একইভাবে সংগীতশিল্পী আসিফ আকবর, মনির খান, ন্যানসি, অভিনেতা হেলাল খান, মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শিবা সানুর বেবি নাজনীন, কনকচাঁপার নামও নেই বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায়। তাদের অনেকে মনোনয়ন না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
এদিকে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন সংগীতশিল্পী মনির খান। স্থানীয়ভাবে প্রচারও চালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেই আসনে প্রার্থী করেছে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে।
মনোনয়ন না পেয়ে সামাজিক মাধ্যমে রনিকে অভিনন্দন জানিয়ে মনির খান লিখেছেন— মেহেদী হাসান রনি, অভিনন্দন। ঝিনাইদহ-৩ এ ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।
অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সংগীতশিল্পী কনকচাঁপা। কিন্তু ঘোষিত তালিকায় তার নামও নেই। দল ওই আসনে প্রার্থীর নাম আপাতত স্থগিত রেখেছেন।
মনোনয়ন না পেয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে সংগীতশিল্পী লিখেছেন— এই পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বোঝেন আমার জন্য কী ভালো। তার এ বক্তব্যকে অনেকেই সামাজিক মাধ্যমে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
এদিকে নানা সময়ে আলোচনায় উঠে আসা কণ্ঠশিল্পী বেবী নাজনীন মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়া সংগীতশিল্পী বেবী নাজনীন এবার নীলফামারী-৪ থেকে মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল গফুর সরকার।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগীতশিল্পী মনির খান, কনকচাঁপা, অভিনেতা উজ্জ্বলসহ অনেকের নামই শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রার্থী হিসেবে। কেউ কেউ মাঠেও কাজ করেছেন, জনসংযোগ করেছেন। তবু ঘোষিত তালিকায় নেই তাদের কারও নাম। মনোনয়ন তালিকায় নাম না থাকায় শিল্পীদের অনেকেই প্রতিক্রিয়া না দেখিয়ে জানিয়েছেন সংযত ও ব্যক্তিগত অনুভব।