মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল বিএনপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৩ এএম
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতাসহ অনেকের।
বিএনপির সূত্র জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। যারা মনোনয়ন পাননি তাদের বিভিন্নভাবে মূল্যায়িত করা হবে। এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্যও একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
মনোনয়নবঞ্চিতরা অনেকেই যোগাযোগ করছেন। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন, সবাইকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। দলের প্রতি যারা নিবেদিত, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন এমন কাউকেও দল ভুলবে না।’
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
তিনি আরো লেখেন, ‘আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন সঙ্গে থাকার জন্য।’
বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দলের একাধিক সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে তাদের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সূত্রে আরো জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে।
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি বড় শহরের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যেই দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে।
এদিকে বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা আজও বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষে জড়িয়েছেন। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের নিয়ে গাংনীর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের ওপর এবং আমজাদের কার্যালয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় নলতায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলমের অনুসারীরা।
অন্যদিকে, মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা ও রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।