Logo
Logo
×

রাজনীতি

প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবেই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্ভাব্য তালিকায় তিনি নেই।

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন। নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন।

ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নয়ন লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।

জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া নয়ন সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ।

মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব পদে উন্নীত হন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার