Logo
Logo
×

রাজনীতি

মায়ের ডাকের তুলিকে সমর্থন দিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠি এসএ খালেকের ছেলের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

মায়ের ডাকের তুলিকে সমর্থন দিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠি এসএ খালেকের ছেলের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন বিগত সরকারের সময় গুম হওয়া সন্তান ও মায়েদের আর্তনাদ দেশে-বিদেশে সবার সামনে নিয়ে আসার রুপকার ‘মায়ের ডাক’ এর উদ্যোক্তা সানজিদা ইসলাম তুলি। 

তুলিকে সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে সৈয়দ মো. মহসীন।

চিঠিটি পাঠকদের উদ্দেশে হুবহু তুলে ধরা হলো—

‘আমি সৈয়দ মো. মহসীন ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা-১১ (মিরপুর- পল্লবী) আসন থেকে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিরপেক্ষ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার অনুমোদন সাপেক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে তৎকালীন সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হই। বৃহত্তর মিরপুরের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উনার সততা, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়ার আপষহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমাকে জয়যুক্ত করে এই বিরল সম্মানে সম্মানিত করেছিল। আমি মিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞ।

আমার শ্রদ্ধেয় পিতা মরহুম এসএ খালেক ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম নির্বাচিত সংসদ সদস্য এবং উক্ত আসনে সর্বমোট ৫ বারের নির্বাচিত হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও নিষ্ঠাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল ভিত্তি। আমার বাবা এসএ খালেক একজন সৎ মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন। উনি তার ক্ষমতাকে অপব্যবহার করে কখনও কোনো চাঁদাবাজি, দখলদারি বা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন নাই। উনি একজন সৎ ও নিষ্ঠাবান এবং পরোপকারী রাজনীতিক হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন এবং সবার শ্রদ্ধাভাজন ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বাবার সততা এবং নিষ্ঠাকে ধারন করি, বাবার এবং তার পথ অনুসরণ করার চেষ্টা করি।

আরও পড়ুন
চিঠিতে তারেক রহমানের উদ্দেশে মহসীন লেখেন, বর্তমানে কয়েক কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস করেন। অনেকে অর্থনৈতিক কারণে প্রবাসী হন, অনেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে থাকেন, অনেকে আবার রাজনীতিক বৈরিতার শিকার হয়ে প্রবাসে জীবন-যাপন করেন। আপনিও রাজনৈতিক বৈরিতার শিকার হয়ে ২০০৮ সাল থেকে লন্ডনে পরিবার নিয়ে বসবাস করছেন। শিগগিরই আপনার প্রবাস জীবন অবসান হবে এই কামনা করি।

প্রবাসীরা যে যেখানেই বসবাস করুন, যতই সফল হউক প্রবাসি জীবনে, পরিশেষে সবাই বাঙালি বা বাংলাদেশি, সবার মন বাংলাদেশে পড়ে থাকে। সবার প্রাণ দেশের জন্য কাঁদে এবং তাদের কষ্টার্জিত অর্থের একটি বড় অংশ দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে ব্যয় হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই মানুষগুলো তাদের পারিবারিক ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি দেশে থাকা কোনো সদস্য বা সদস্যগণ জালিয়াতির মাধ্যমে প্রবাসে থাকা ভাই-বোনদের তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে। প্রবাসীদের পক্ষে বিদেশ থেকে আইনি লড়াই অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই সুযোগ কাজে লাগিয়ে পরিবারের দুষ্ট সদস্যগণ অতি সহজেই অন্য ভাই-বোনের সম্পত্তি অবৈধভাবে হাতিয়ে নিয়ে নেন। আগামী দিনে সরকার প্রধান হিসাবে আপনি সঠিক পদক্ষেপ নিয়ে সব প্রবাসীর তথা সব অংশীদারদের তাদের প্রাপ্ত সম্পত্তি সহজ উপায়ে এবং স্বল্প সময়ে পাবার পথ সুগম করবেন এই অনুরোধ রইল। আমি, আমার সব বঞ্চিত ভাই-বোন এবং লক্ষ লক্ষ ভূক্তভোগীরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।

পরিশেষে ঢাকা-১৪ আসনে বিগত সরকারের সময় গুম হয়ে যাওয়া সন্তানদের ও মায়েদের আর্তনাদকে দেশে বিদেশে সবার সামনে নিয়ে আসার রুপকার ‘মায়ের ডাক’ এর উদ্যোক্তা সানজিদা ইসলাম তুলিকে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া আপনার মেধা, প্রজ্ঞা এবং সর্বপরি সন্তান হারানো মাদের প্রতি আপনার শ্রদ্ধা এবং সমবেদনার বহি:প্রকাশ বলে মনে করছি।

তিনি লেখেন, আমার রাজনৈতিক প্রাপ্তি খুবই সামান্য তথাপি আমি, আমাদের পরিবারের অন্যান্য সদস্যসহ আমাদের সব শুভাকাঙ্ক্ষীরা ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করার দৃঢ় প্রতায় ব্যক্ত করছি।

আমর দৃঢ় বিশ্বাস আমি দল-মত নির্বিশেষে, সবার সহযোগিতা নিয়ে ঢাকা-১৪ তুলিকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব, ইনশাল্লাহ।

আপনার সুস্বাস্থের জন্য দোয়া করছি এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে এই আশাবাদ ব্যক্ত করে ইতি টানছি।’

এই খোলা চিঠির বিষয় সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে সৈয়দ মো. মহসীন যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছি। আমাদের পরিবারের অন্যান্য সদস্যসহ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দ ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে জয়যুক্ত করার লক্ষে সর্বাত্মকভাবে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমার দৃঢ় বিশ্বাস, আমি দল-মত নির্বিশেষে, সবার সহযোগিতা নিয়ে ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলিকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার