বাবার আসনে বিএনপির মনোনয়ন পেলেন দুই মেয়ে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ফরিদপুরে দুটি আসনে বিএনপির প্রয়াত নেতাদের উত্তরসূরি হিসেবে তাদের মেয়েদের মনোনয়ন দেওয়া হয়েছে।
তারা হলেন- ফরিদপুর ৩ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-২ আসন থেকে বিএনপির সাবেক মহাসচিব ও উপমন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করার কথা রয়েছে।
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে তিন বারের সংসদ সদস্য ছিলেন বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান। তার মৃত্যুর পর মেয়ে শামা ওবায়েদ বাবার রাজনীতির ময়দানের হাল ধরেন। তার নেতৃত্বে ফরিদপুর-২ আসনে বিএনপি সংগঠিত হয়েছে। তিনি এবার বাবার আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে লড়বেন।