সম্ভাব্য মেয়র প্রার্থীদের নির্বাচনে মনোনয়ন দেয়নি বিএনপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে কয়েকটি জায়গায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এসব নেতাদের জাতীয় নির্বাচনের পরিবর্তে নগরভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনেই মনোনিবেশ করতে বলা হয়েছে।
ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ কয়েকটি বড় সিটির সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে।
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দল এখন স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক পুনর্গঠনের কৌশল হিসেবে বিবেচনা করছে। এজন্য অভিজ্ঞ, জনপ্রিয় ও মাঠে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিক ২০১৫ ও ২০২০ সালের দুই দফা সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দলের তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের সম্ভাব্য মেয়র প্রার্থী আফরোজা আব্বাস। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি।
সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং দক্ষিণ সিটিতে দলের নারী সংগঠনকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
পেশায় চিকিৎসক ডা. শাহাদাত ১৯৯০-এর দশকে ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে আসেন। মাঠের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি এবং সংগঠনের প্রতি তার নিবেদনের কারণে দলীয়ভাবে তিনি চট্টগ্রামে শক্ত অবস্থান তৈরি করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের (বসিক) সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি।
তিনি ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন এবং পরবর্তীতে বরিশাল-৫ আসনের সংসদ সদস্যও নির্বাচিত হন। বরিশালে দীর্ঘদিন ধরে সংগঠন ও স্থানীয় রাজনীতিতে তিনি বিএনপির অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত।
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দলের সম্ভাব্য প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এই নেতা শহরের উন্নয়ন ও গণমানুষের ইস্যুতে সরব ছিলেন। ২০২৩ সালের নির্বাচনে তিনি অংশ নেননি, তবে স্থানীয় রাজনীতিতে এখনও দলের প্রভাবশালী মুখ হিসেবে সক্রিয় রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে রাজশাহী ও খুলনা, ময়মনসিংহ, গজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানা যায়নি।
দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ের মতামত ও সাংগঠনিক যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।