Logo
Logo
×

রাজনীতি

ঝুলে আছেন বিএনপির যেসব হেভিওয়েট নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ এএম

ঝুলে আছেন বিএনপির যেসব হেভিওয়েট নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় দলের একাধিক হেভিওয়েট নেতা ও নেত্রীর নাম নেই। অনেকের প্রত্যাশিত আসনে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, শেষ মুহূর্তে এসব আসনে হেভিওয়েট নেতারা মনোনয়ন পাবেন, নাকি বিএনপির সম্ভাব্য জোটের শরিকরা সুযোগ পাবেন।

যেসব হেভিওয়েট নেতার ভাগ্য এখনো ঝুলে আছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন অসীম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রফিকুল আলম মজনু, আব্দুস সালাম, নিলোফা চৌধুরী মনি, সুলতান সালাউদ্দিন টুকু ও হেলেন জেরিন খান।

এর আগে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার