Logo
Logo
×

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটি থেকে মনোনয়ন বঞ্চিত হলেন যারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম

বিএনপির স্থায়ী কমিটি থেকে মনোনয়ন বঞ্চিত হলেন যারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি; যাতে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে প্রথম পর্যায়ে মহাসচিবসহ ১০ জনের নাম রয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল প্রার্থী হবেন ঠাকুরগাঁও-১ আসনে।

দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ সদস্যদের মধ্যে আরও নয়জন প্রার্থী হচ্ছেন তাদের আসনগুলোতে।

তারা হলেন - কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন।

তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খানের পাশাপাশি সেলিমা রহমান প্রথম দফার তালিকায় নেই। এরমধ্যে জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড় ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার