Logo
Logo
×

রাজনীতি

সিলেট বিভাগে বিএনপির প্রার্থী যারা, বঞ্চিত কারা?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ এএম

সিলেট বিভাগে বিএনপির প্রার্থী যারা, বঞ্চিত কারা?

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভাগের ১৪টি আসনে বেশ কিছু জাতীয় পর্যায়ে নেতা মনোনয়ন পেয়েছেন, আবার বঞ্চিত হয়েছেন অনেকেই। ১৪টি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে তিনজন প্রবাসী রাজনীতিবিদও পেয়েছেন মনোনয়ন।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুটি আসনে বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও কারও নাম জানায়নি দলটি।

সিলেট-১ আসনকে কেন্দ্র করে মাঠে ব্যাপক সাড়া জাগিয়েও মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এই আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিলেট-২ আসনে বিএনপির হয়ে লড়বেন চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা। এ আসনে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি তাকে দলের যুগ্ম মহাসচিব করা হয়।

সিলেট-৩ আসনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বেশ কয়েকজন স্থানীয় রাজনীতিতে ত্যাগী নেতা থাকলেও মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। এছাড়া, এখানে মনোনয়ন প্রত্যাশায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার এমএ সালাম ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

সিলেট-৪ আসনে দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকিসহ বেশ কয়েকজন নেতা মনোনয়নপ্রত্যাশী থাকার পরেও এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সিলেট-৫ আসনেও কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

সিলেট-৬ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এই আসনে জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুটি আসন শরিক দলকে ছেড়ে দেওয়া হতে পারে—এমন আলোচনা আগে থেকেই ছিল।

টাঙ্গুয়ার হাওরপাড়ের সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আনিসুল হক। এ আসনে আলোচনায় ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এমএ সাত্তার,  যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ কাহার ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। এ আসনে আলোচনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসন কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আলোচনা রয়েছে এই দুই আসনেই বিএনপির শক্তিশালী শরিক দলের প্রার্থী রয়েছেন, তাই আসন দুটি ছেড়ে দেওয়া হতে পারে।

মৌলভীবাজার জেলার চারটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন শিল্পপতি নাসির উদ্দিন মিঠু। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং বিএনপির প্রয়াত ত্রাণ প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী।

মৌলভীবাজার-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলামের নাম। এ আসনে জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান। এ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন।

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেছে বিএনপি। এ আসনে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

হবিগঞ্জ জেলার একটি আসন বাদ রেখে তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ।

হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জি কে গউছ। এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল।

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল। এ আসনে কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় আইনজীবী পরিষদ নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম আলোচনায় ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার