Logo
Logo
×

রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থী যারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থী যারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে লক্ষ্মীপুর-২ আসন (রায়পুর) থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর- ৩ আসন (সদর) থেকে লড়বেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এছাড়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ আসন (কমলনগর ও রামগতি) থেকে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

এদিকে লক্ষ্মীপুর-৩ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (৩ নভেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এজেডএম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার