Logo
Logo
×

রাজনীতি

বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় বান্দরবান আসনে সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ বলেন, বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণায় জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বইছে। ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা কাজ করে বিজয় ছিনিয়ে আনব। এদিকে বিএনপির তৃণমূলের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছে প্রার্থীর নাম ঘোষণায়।

নেতাকর্মীরা জানান, রাজপুত্র সাচিং প্রু জেরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৬ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। ১৯৮৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। পরে ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরে পুন:নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয় সাচিং প্রু জেরী। ২০০১ সালে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০৭ সালে ১/১১ এর পরবর্তী সময়ে দলের ক্রান্তিকাল সময়ে দলটির আহ্বায়ক কমিটি করে দায়িত্ব পালন করে। আর ২০০৮ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পায়। ২০০৭ সাল থেকে দীর্ঘ ১১ বছরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার