Logo
Logo
×

রাজনীতি

সাবেক শিক্ষামন্ত্রী লড়বেন যে আসনে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম

সাবেক শিক্ষামন্ত্রী লড়বেন যে আসনে

২০০১-২০০৬ জোট সরকারের আলোচিত শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মামলায় জর্জরিত হয়ে দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেন। ৫ আগস্টের পর দেশে ফিরেন তিনি। 

শিক্ষার আমূল পরিবর্তনের অগ্রদূত এই শিক্ষাবিদকে এবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে ওসমান ফারুকের নামও আসে। তাকে কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।  

ড. ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

ড. ওসমান ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে হিসেবে যোগ দেন। তিনি সেখানে অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির হয়ে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদ নির্বাচনে খালেদা জিয়ার সরকারে মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। 

ওসমান ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুলে থেকে মেট্রিকুলেশন, ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র-টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।তার পিতা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 

শিক্ষকতা শেষে ওসমান ফারুক বিএনপিতে যোগ দেন। তিনি বর্তমানে দলের ভাইস চেয়ারম্যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার