Logo
Logo
×

রাজনীতি

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তালিকায় নেই শিল্পীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তালিকায় নেই শিল্পীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার তালিকায় দেখা যায়নি কোনো শোবিজ শিল্পীকে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় বেশ আলোচনায় ছিল কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

এছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় আসে বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু। কিন্তু মনোনয়ন তালিকায় তাদের কারও নাম পাওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। তখন সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনকচাঁপাও। যদিও এবার সিরাজগঞ্জ-১ আসন থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া মনির খানের ঝিনাইদহ-৩ আসন থেকে মোহাম্মদ মেহেদী হাসানের নাম এসেছে প্রার্থী তালিকায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার