Logo
Logo
×

রাজনীতি

মৌলভীবাজারের চার আসনে বিএনপির প্রার্থী যারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

মৌলভীবাজারের চার আসনে বিএনপির প্রার্থী যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী মৌলভীবাজার-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি নাসির উদ্দিন মিঠু। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে মৌলভীবাজার-১ আসন ঘটিত।

মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু। কুলাউড়া উপজেলা নিয়ে এই আসন।

মৌলভীবাজার-৩ আসনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে এই আসন।

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি এর আগেও এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার