Logo
Logo
×

রাজনীতি

যেসব আসনে লড়বেন বিএনপি সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

যেসব আসনে লড়বেন বিএনপি সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

এর মধ্যে খালেদা জিয়া বগুড়ার দুইটি এবং ফেনীর একটি আসন, এবং তারেক রহমান লড়বেন বগুড়া-৭ আসনে।

এর বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ নেতাদের ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের সম্ভাব্য নাম ঘোষণা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য যারা আছেন এই তালিকায়

খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসনে, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন।

ভাইস চেয়ারম্যান পদের যারা মনোনয়ন পেলেন

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা-৬ আসনে মনিরুর হক চৌধুরী, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৪ আসনে জয়নুল আবদিন ফারুক, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহমিনা রশদীর লুনা, লক্ষীপুর-২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, সিলেট-৬ আসনে এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান রয়েছেন।

মনোনয়ন পাওয়া যুগ্ম মহাসচিবরা

নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষীপুর-২ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যান এবং ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স রয়েছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ নেতা যারা মনোনয়ন পেলেন

লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনর রশিদ, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৫ আসনে আলী আজগর লবী, পটুয়াখালী-১ আসনে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, টাঙ্গাইল-২ আব্দুস সালাম পিন্টু, নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক, মুন্সিগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-৬ ইশরাক হোসেন, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, চাঁদপুর-১ এহসানুল হক মিলন, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার