ধানের শীষের মনোনয়ন পেলেন ৯ নারী, দেখে নিন তালিকা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন নয় জন।
সে হিসেবে শতকরা ৪ শতাংশেরও কম প্রার্থী হয়েছেন নারী। এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।
অন্য যারা মনোনয়ন পেয়েছেন-
নাটোর-১ আসনে ফারজানা শারমিন
যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি
ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম
সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদী
উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।