রাজশাহী-২ আসনে ‘পরীক্ষিত’ মিনুকেই বেছে নিল বিএনপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
রাজশাহী বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন রাজশাহী-২ (মহানগর)। বিশেষ করে বিএনপি যতবার সরকার গঠন করেছে প্রতিবারই এ আসনের বিজয়ীকে মন্ত্রিপরিষদে স্থান দিয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে এবার প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০১ সালে এই আসনে রেকর্ড এক লাখ ৭৬ হাজার ৪০৫ ভোটে মিজানুর রহমান মিনু জয়ী হন। যদিও এবারের নির্বাচনে মহানগর বিএনপির একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রার্থী হিসাবে চেয়েছিল। যদিও রিজভী কখনো এ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।
আগামী নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।