ব্যারিস্টার জমিরের আসনে ধানের শীষের প্রার্থী যিনি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
পঞ্চগড় -১ আসনটি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কারণে বিশেষভাবে পরিচিত। এই আসন থেকে ৫ বার এমপি হয়েছেন তিনি।
বয়োঃবৃদ্ধ জমির বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সঙ্গে আছেন। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়। এই আসন থেকে জয়ী হয়ে তিনি এর আগে গণপূর্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হয়েছেন।
এবার আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে। নওশাদ প্রথমবারের মতো বাবার আসনে ভোট করবেন।
এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির হয়ে লড়তে পারেন সারজিস আলম। যিনি দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক।
সোমবার বিএনপির ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল, যিনি ঠাকুরগাঁও-১ থেকে লড়বেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।