Logo
Logo
×

রাজনীতি

সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

বিএনপি মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রাথমিকভাবে প্রায় ২০০ আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে। সে লক্ষ্যে আজ বৈঠকে বসছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। 

একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হবে। বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। 

জানা যায়, ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের জন্য তাদের সুপারিশ সরকারের হাতে তুলে দেয়। কিন্তু এর আগে ১৭ অক্টোবর বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল যে সনদে স্বাক্ষর করেছে তার সঙ্গে মিল পাওয়া যায়নি। এ নিয়ে চরম ক্ষুব্ধ হয় বিএনপি। 

গত মঙ্গল ও বুধবার দুই দফা স্থায়ী কমিটির নেতাদের নিয়ে তারেক রহমান বৈঠক করেন। সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির নেতারা মনে করেন, এ নিয়ে রাজপথে কোনো প্রতিক্রিয়া দেখালে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে নির্বাচন বানচাল করতে পারে। সে কারণে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানানো হয়। 

বিএনপি নেতারা মনে করেন, এসব কারণে গত মাসে একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। এই অবস্থায় আজ সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ ইস্যুসহ বিদ্যমান পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে। 

রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগ্গিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দেব। দল যাকেই যে আসনে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করে আনার জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থায়ী কমিটির বৈঠকের পর এবার দলের সাংগঠনিক টিমের বৈঠক ডাকা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার