দল থেকে ছিটকে পড়ার পর এই প্রথম স্ট্যাটাস আব্দুল কাদেরের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক একাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে কাদের লেখেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমরা ছিলাম, আছি, থাকব। আমাদেরকে প্রমাণ করতেই হবে এবং আমরা প্রমাণ করবোই। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন।’
তার স্ট্যাটাসে মন্তব্য করে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ‘আপনার জন্য শুভকামনা কাদের ভাই। আমাদের যতই পলিটিক্যাল ক্যাচাল মনোমালিন্য থাক, জুলাইতে আপনার ভূমিকার জন্য আপনাকে আমরা সেলিব্রেট করবো।’
এছাড়া সৈয়দ ইব্রাহীম খলিল নামে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমরা ছিলাম, আছি, থাকব। আমাদেরকে প্রমাণ করতেই হবে এবং আমরা প্রমাণ করবোই। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন।’
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একটি অংশ বাগছাস গঠন করেন। কিন্তু ডাকসু ও জাকসু নির্বাচনে খারাপ ফলাফলের পর সংগঠনটির কাঠামো পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। পরে ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাতীয় সম্মেলনে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। তবে নতুন কমিটিতে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি।