Logo
Logo
×

রাজনীতি

এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম

এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তবে এবি পার্টি ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

জানা গেছে, স্বতন্ত্র তৃতীয় একটি বৃহত্তর ‘রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া’ অর্থাৎ নির্বাচনী জোট গঠনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং গণঅধিকার পরিষদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। 

আরও পড়ুন
মজিবুর রহমান মঞ্জু বলেন, এই মধ্যবর্তী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল— নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকি তিনটি দল হলো এবি পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদ। এসব দলের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গঠিত গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটটি তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। 

আরও পড়ুন
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবি পার্টি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম এবং লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার