
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তবে এবি পার্টি ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
জানা গেছে, স্বতন্ত্র তৃতীয় একটি বৃহত্তর ‘রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া’ অর্থাৎ নির্বাচনী জোট গঠনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং গণঅধিকার পরিষদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গঠিত গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটটি তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম এবং লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।