Logo
Logo
×

রাজনীতি

সমকামিতার অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৬ এএম

সমকামিতার অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি
সমকামিতার অভিযোগে সমালোচনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১২ অক্টোবর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, অব্যাহতির এই আদেশ আজ থেকে কার্যকর হবে। একইসঙ্গে, আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
চিঠির অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধানকে পাঠানো হয়েছে৷

মুনতাসিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন— গে, লেসবিয়ান, বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন; এমন সন্দেহ পোষণ করেন অনেকেই। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার