Logo
Logo
×

রাজনীতি

যে কারণে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে, জানালেন ফজলুর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

যে কারণে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে, জানালেন ফজলুর

বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন।

বিএনপিতে জামায়াতবিরোধী হিসেবে পরিচিত ফজলুর রহমান। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার কড়া সমালোচকও এই মুক্তিযোদ্ধা। তিনি মনে করেন, ডাকসু ও জাকসুতে চমক দেখালেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ভালো ফল করতে পারবে না। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ফজলুর রহমান বলেন, জামায়াতের ধারণা আমি যেহেতু আপনার সঙ্গে খেলতে পারব না, আপনার সঙ্গে আমি ভোটে পারব না, সেজন্য তারা পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবি তুলেছে। আদতে তারা ভোটে আসবে। তিনি বলেন, মানুষ মাওলানা সাহবেদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে, কিন্ত নির্বাচনে দাঁড়াক, কয় ভোট পায় দেখবেন। 

ধর্মীয় রাজনীতি, পিআর এসব দেশের মানুষ পছন্দ করে না।

তিনি বলেন, জামায়াতের ভোট ৭%। সেই হিসাব অনুযায়ী তারা ২১টা সিট পাবে, কিন্ত এবার এমনিতে ভোট করলে ১% কমবে জামায়াতের ভোট। ৬% ভোট হবে, সিট পাবে ১০টারও নিচে।    

আরও পড়ুন
জামায়াতের ভোট কমার কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, জামায়াত এতদিন একটা কাঁথা গায়ে দিয়ে ছিল, ৭১ ভুলে গিয়েছিল মানুষ। ৫ই আগস্টের পর জামায়াত বুঝিয়ে দিয়েছে তারা কাঁথার নিচে নাই, মানুষ চিনে ফেলছে এরা হইলো রাজাকারের বংশধর। এদের চরিত্র বদলায় নি। তাই ১% ভোট তাদের কমবে।

অভিমানী ফজলুর রহমান বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।তারা আমাকে ফজু পাগলা বলে। আমার নাম ফজলুর রহমান।

মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে—শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।

তিনি অভিযোগ করেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মীরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার