Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

বিজ্ঞাপন

আইনি লড়াই শেষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। 

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে ঋণ খেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ঋণ পুনঃতফসিল করার পর গত ২২ জানুয়ারি হাইকোর্ট তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। পরবর্তীতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করলেও শেষ পর্যন্ত উচ্চ আদালত তার প্রার্থিতার পক্ষে রায় দেন।

তারও আগে, ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল। তার আগে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে আইনজীবী মলয় কুমার রায় চেম্বার জজ মো. রেজাউল হকের আদালতে ঋণ খেলাপি সংক্রান্ত স্থগিতাদেশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার