Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

বিএনপি নেতাকে দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলেন জামায়াত নেতা মাসুদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

বিএনপি নেতাকে দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলেন জামায়াত নেতা মাসুদ

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে দুধ দিয়ে গোসল করে প্রতীকী শুদ্ধির মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা জালাল হাওলাদার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ‘প্রতীকী শুদ্ধি’র ঘোষণা দেন।

জালাল হাওলাদার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার সাথে যোগ দেওয়া নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস. এম. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ।

দলত্যাগের কারণ ব্যাখ্যা করে জালাল হাওলাদার বলেন, ‘আমি শৈশব থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। কিন্তু এবারের নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি আমাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করেননি। বরং আওয়ামী লীগের লোকজনকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এই অবজ্ঞা ও হতাশাই আমাকে জামায়াতে যোগ দিতে বাধ্য করেছে।’

নতুনদের স্বাগত জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘২৪-এর জুলাই বিপ্লবের পর একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে জামায়াতে ইসলামী কাজ করছে। আমাদের সংস্কার ও বিচারের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জামায়াতে আসছেন। আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।’

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার জানান, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার