Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

আমার হাঁস আমারই চাষ করা ধান খাবে : রুমিন ফারহানা

Icon

রায়হান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

আমার হাঁস আমারই চাষ করা ধান খাবে : রুমিন ফারহানা

বিজ্ঞাপন

বিএনপিন মনোনয়ন না পেয়ে আক্ষেপের সুরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিকআছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় গণসংযোগের সময় এ সব কথা বলেন।

বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক 'হাঁস'। বিএনপি থেকে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেয়া হয়েছে। জুনায়েদ আল হাবীব তার দলীয় প্রতীক 'খেঁজুর গাছ' নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রচারণা শুরুর আগ থেকেই 'খেঁজুর গাছ'- কে মরুভূমির গাছ হিসেবে কটাক্ষ করছেন প্রতিদ্বন্দ্বিরা।

রুমিন ফারহানা বলেন, মা-বোনরা জানে হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সকলের (ভোটার) প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটাদিন আমার সাথে থাকেন, আমি আগামী পাঁচটা বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।

রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পুরো জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪৮ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার