Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

খেলার দুনিয়ার যেসব তারকা এবার নামছেন নির্বাচনের মাঠে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

খেলার দুনিয়ার যেসব তারকা এবার নামছেন নির্বাচনের মাঠে

বিজ্ঞাপন

ক্রীড়াঙ্গনে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়েছেন ২৮ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। শুধু খেলার মাঠেই নয়, ধানের শীষের মনোনয়ন পাওয়া এসব ক্রীড়াবিদ ও সংগঠক প্রার্থীদের এখন চষে বেড়াতে হচ্ছে রাজনীতির মাঠ।

খেলার পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও বাজিমাত করতে চান তারা। কেউ কেউ এরই মধ্যে নির্বাচনি এলাকায় জনসেবা ও জনসংযোগমূলক কাজ শুরু করেছেন।

বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে দুই তারকা হলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাবেক গোলকিপার আমিনুল হক। হাফিজ উদ্দিন ভোলা-৩ থেকে এবং আমিনুল হক ঢাকা-১৬ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এবার হেভিওয়েট ক্রীড়া সংগঠক রয়েছেন বেশ কয়েকজন। মোহামেডানের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচন করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮, মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫, ঢাকা মোহামেডানের সাবেক সহসভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৬, মোহামেডান ক্লাবের সাবেক পরিচালক ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-২, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী-১, আবাহনীর প্রতিষ্ঠাকালীন জড়িয়ে থাকা বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতীক। তার আসন ঢাকা-৬।

বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা-২, রাশেদুজ্জামান মিল্লাত জামালপুর-১, সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর-১, আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমদ মানিক চাঁদপুর-৩, বাফুফের কাউন্সিলর ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২, বাফুফের কাউন্সিলর শাহ মো. ওয়ারেস আলী মামুন জামালপুর-৫, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সভাপতি নবী উল্লাহ নবী ঢাকা-৫, বাড্ডা জাগরনীর উপদেষ্টা এমএ কাইয়ুম ঢাকা-১১, দিলকুশা ক্লাবের সভাপতি হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯, বিসিবির কাউন্সিলর ও চট্টগ্রাম ব্লুজের গভর্নিং বডির চেয়ারম্যান মীর হেলাল চট্টগ্রাম-৫ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক ক্রীড়া সংগঠকদের ছেলেমেয়েরাও। ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে ওয়ারী ক্লাবের আজীবন সদস্য প্রয়াত হারুনুর রশিদ মুন্নুর মেয়ে বিএনপি নেত্রী আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), ঢাকা আবাহনীর সাবেক সভাপতি প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে মনিরুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহামেডান গভর্নিং বডি ও ক্রিকেটের সাবেক চেয়ারম্যান প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী (শেরপুর-২) এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিনকে (নাটোর-১)।

বিএনপির বাইরে দুজন ক্রীড়া ব্যক্তিত্ব এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ১০ দলীয় জোট থেকে এবং সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন। লাভলু সিদ্দিকী বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সিনিয়র সহসভাপতি ও ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘ক্রীড়া ব্যক্তিত্বদের সংসদে, সংসদের বাইরে ও সরকারের নীতিনির্ধারণী ফোরামে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমরা আশা করব, যারা আগামীতে নির্বাচিত হবেন, তারা ক্রীড়ার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার