Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

সুখবর পেলেন বিএনপির নয় নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ এএম

সুখবর পেলেন বিএনপির নয় নেতা

বিজ্ঞাপন

সুখবর পেয়েছেন বগুড়া বিএনপির নয় নেতা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রোববার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। এ খবরে নেতাকর্মীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সোমবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু এর সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু ও অন্যরা জানান, বিএনপি জোট গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিলেন। এ সময় বিএনপি নেতা মোহাম্মদ শোকরানা দলের সিদ্ধান্তের বাহিরে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেতলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ সময় কয়েকজন নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে শোকরানাকে নির্বাচনে সহযোগিতা করেন। এছাড়া গত ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকজন শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হন। পরে কেন্দ্রীয় বিএনপি থেকে দুদফায় উল্লিখিত নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির নয় নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া নয়জন নেতাকর্মী দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তারা অঙ্গীকার করেন, ভবিষ্যতে কখনও দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবেন না। আসন্ন নির্বাচনে তারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে সক্রিয় থাকবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার