Logo
Logo
×

রাজনীতি

ধানের শীষের ভোট চেয়ে যা বললেন আ.লীগ নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:১৪ এএম

ধানের শীষের ভোট চেয়ে যা বললেন আ.লীগ নেতা

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ধানের শীষের ভোট চেয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন ৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে বিএনপির কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং আমাদের ধানের শীষ মনোনীত প্রার্থী আমার অন্তত কাছের মানুষ। আজকে হবিরবাড়ি ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ যারা নাকি এখানে সবাই আমার ভাই।

বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষকদল সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার বাকি জীবনটা সম্মুখে রাখে। বিএনপির ৩০০ আসন ধরে যেন আমরা যারা বিএনপির প্রার্থীর জন্য জয়যুক্ত করে সংসদে বসাতে পারি এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এ দুটি দলই হলো স্বাধীনতার পক্ষে। এটা কিন্তু বাস্তব, আজকে স্বাধীনতার পক্ষে হলো বিএনপি।আর আওয়ামী লীগের কিছু কার্যকলাপের জন্য তারা লাঞ্ছিত ও ফ্যাসিবাদী হয়ে গেছে। শেখ হাসিনার পরে ৩০০ আসনে যারা এমপি ছিল, পালিয়েছে কারণ তারা দোষ করেছে। আমাদের বিএনপিকে সংসদে ৩০০ আসন ধরে যেন এমপি করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী দিনের নির্বাচনে বাচ্চু ভাইকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার