ঢাকার ২০ আসনে মনোনয়নপত্র বৈধ হলো যাদের
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে আজ শনিবার। এর মধ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।
তালিকায় আরো রয়েছেন ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, ঢাকা-৬ আসনে জামায়াতের আব্দুল মান্নান এবং ঢাকা-৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল।
ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট ২৩৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই-বাছাই চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।