মনোনয়নপত্র বাতিল হলো বিএনপি-জামায়াতসহ আলোচিত যেসব প্রার্থীর
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সারা দেশে একাধিক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিভিন্ন আসনে ব্যাংক ঋণ, দ্বৈত নাগরিকত্ব, দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি এবং তথ্যের ঘাটতির কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বেশ কয়েকজন প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কাগজপত্র হালনাগাদের জন্য সময় নির্ধারণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
যশোরে সবচেয়ে বেশি প্রার্থী বাদ ও স্থগিত
যশোর-২ আসন
যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে চারজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে মনোনয়নপত্রের তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
যশোর-১ (শার্শা)
এই আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় মফিকুল হাসান তৃপ্তি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, একই কারণে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদার।
এ ছাড়া মনোনয়নপত্রে তথ্যের ঘাটতির কারণে বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এবং জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তাদের হালনাগাদ তথ্য জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)
এই আসনে ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ব্যাংক ঋণ (ক্রেডিট কার্ড) সংক্রান্ত জটিলতায় জামায়াতে ইসলামী মনোনীত ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিএনপির মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলাম, এবং ১ শতাংশ ভোটারের তথ্যে ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বিএনএফ মনোনীত শামসুল হক এবং জাতীয় পার্টি মনোনীত ফিরোজ শাহর মনোনয়নপত্রে স্বাক্ষর, টিআইএন ও ব্যাংকসংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, ক্রেডিট কার্ড-সংক্রান্ত বিষয়টি পুরোনো এবং এর সমাধান হয়েছে। তিনি আপিল করবেন বলে জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আপিলে মনোনয়নপত্র ফিরে পাবেন।
মুন্সীগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বাদ
মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু, জেলা বিএনপির সদস্য মমিন আলী।
তবে একই আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের রোকেয়া আক্তার।
নাগরিকত্ব জটিলতায় রংপুরে জাতীয় পার্টির প্রার্থী বাদ
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্বের উল্লেখ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, নাগরিকত্বসংক্রান্ত জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঞ্জুম আলী বলেন, তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই এবং তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়নি। তিনি আপিল করবেন এবং প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার কথাও জানান।
অন্যান্য জেলার চিত্র
কুড়িগ্রাম-২
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে ৯ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ রয়েছে।
খুলনা
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিনজনের প্রার্থিতা বাতিল হয়েছে। গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান ভিন্ন এলাকার প্রস্তাবকারী থাকার কারণে এবং স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাদ পড়েছেন।
খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রাঙামাটি
রাঙামাটি আসনে আট প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়ন ১ শতাংশ ভোটারের স্বাক্ষর কম থাকায় বাতিল করা হয়েছে।
নরসিংদী
নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন প্রার্থী
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পটুয়াখালী-৩
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন তথ্য ঘাটতির কারণে বাতিল হয়েছে।
ভোলা-২
৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল্লাহ খোকন ও তাছলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শরীয়তপুর-১
এই আসনে ৯ জনের মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
নীলফামারী
নীলফামারী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও তারেক রহমানের খালু রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল
নীলফামারী-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল এবং পাঁচজনের মনোনয়ন বৈধ
আপিলের সময়সীমা ও পরবর্তী কার্যক্রম
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।