Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্র থেকে বিএনপির আরও ২ নেতাকে সুখবর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

কেন্দ্র থেকে বিএনপির আরও ২ নেতাকে সুখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এর মধ্য দিয়ে তারা আবারও আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে ফেরার সুযোগ পেলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ সব ধরনের সাংগঠনিক স্বীকৃতি পুনর্বহাল করা হয়।

দলীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আদেশে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ স্থগিত করা হয়।

তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা কোরবান আলী সাহেদের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি।

দলীয় পর্যবেক্ষকদের মতে, সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে শাস্তিমূলক সিদ্ধান্তের পাশাপাশি পুনর্মূল্যায়নের পথও খোলা রাখছে বিএনপি। সামনে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত দলীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার