ভারতের সঙ্গে গোপন বৈঠক: আসল ঘটনা খুলে বললেন জামায়াত আমির
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
ভারতের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, এ সংক্রান্ত কিছু দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে ওঠার পর তাঁর বাসায় দেশি-বিদেশি অনেক কূটনীতিক সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও তার সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, “যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তাদের বিষয়েই আমরা প্রকাশ্যে জানিয়েছি। ভারতীয় কূটনীতিকদের ক্ষেত্রেও বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলাম। তবে তারা তখন এটি প্রকাশ না করার অনুরোধ করেন।”
জামায়াত আমির আরও জানান, ভবিষ্যতে ভারতের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে—এমন খবর প্রকাশের বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের সংবাদের তিনি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।