Logo
Logo
×

রাজনীতি

পদত্যাগকারীদের বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

পদত্যাগকারীদের বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলের সব সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর পর কে দলে থাকবেন বা থাকবেন না- তা সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। এছাড়া দেশব্যাপী আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। তবে দল পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত অবস্থানের চেয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়।

তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সবাই দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে দমন করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে থাকা আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। এই জোটের মাধ্যমে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার- এই চারটি ইস্যুতে যৌথভাবে কাজ করা হবে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় এনসিপি নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এই জোট কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যেই করা হয়নি। তবে এনসিপি তার নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করে যাবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার