জামায়াত জোটে ৩০ আসন পেলেই সন্তুষ্ট এনসিপি, দলে ভাঙনের ইঙ্গিত
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পথে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু চূড়ান্ত হলে রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপির ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে এবং এনসিপি জোটে অন্তত ৫০টি আসন দাবি করেছে। যদিও আলোচনার শেষ পর্যায়ে গিয়ে দলটি ৩০টির মতো আসনে সন্তুষ্ট হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখনো আসন ভাগাভাগি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির ভেতরে বড় ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে। ইতোমধ্যে তারুণ্যনির্ভর এই দলটিতে ভাঙনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
শুধু তাই নয়, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে দলের ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। বাস্তবতা হলো— শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা এখন প্রায় নিশ্চিত।
দলীয় সূত্রগুলো আরও বলছে, এনসিপির অনেক নেতা-কর্মী এই জোটকে জুলাই অভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী হিসেবে দেখছেন। ফলে জোটের আনুষ্ঠানিক ঘোষণা এলে দল থেকে আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করে বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।