Logo
Logo
×

রাজনীতি

এবার পদত্যাগের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

এবার পদত্যাগের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠ ছাড়ছেন না তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেত্রী। একই সঙ্গে দল থেকে পদত্যাগের সম্ভাবনার কথাও উঠে এলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন। তারা যদি সেই পথে যাওয়ার পরামর্শ দেন, তাহলে তিনি তা বিবেচনা করবেন। তবে নির্বাচন করার সিদ্ধান্তে তিনি অনড়।

এর আগে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এই আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে, যা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে রুমিন ফারহানা জানিয়েছিলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করবেন। সেদিন তিনি বলেন, এত বড় একটি দল হিসেবে বিএনপিকে জোটের বাস্তবতা বিবেচনায় নিতে হয়। জমিয়তে উলামায়ের সঙ্গে জোট বজায় রাখতে গিয়ে দলকে এই আসন ছাড়তে হয়েছে।

দলীয় নির্দেশ অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কারের বিষয়ে দলের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেছিলেন, দল প্রয়োজন মনে করলে ব্যবস্থা নেবে। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করার কথাও তিনি তখন উল্লেখ করেছিলেন।

মনোনয়ন না পাওয়া, স্বতন্ত্র প্রার্থিতা এবং পদত্যাগের সম্ভাবনা-সব মিলিয়ে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান এখন আলোচনার কেন্দ্রে। আগামী কয়েক দিনের সিদ্ধান্তই স্পষ্ট করবে, বিএনপির এই আলোচিত নেত্রীর রাজনৈতিক পথ কোন দিকে মোড় নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার