Logo
Logo
×

রাজনীতি

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ এএম

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে ব্যস্ত সময় পার করছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। পূর্বঘোষিত প্রাথমিক ২৭২ আসনের তালিকা থেকে বেশ কয়েকজন প্রার্থী বাদ পড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি এখন আলোচনায়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক ২৭২ আসনে মনোনীতদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গত শনিবার শেষ করেছে বিএনপি। এই কর্মশালায় আমন্ত্রণ না পাওয়া বেশ কিছু প্রার্থীর আসনে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। বিপরীতে, নতুন করে বেশ কিছু প্রার্থীকে এই কর্মশালায় ডাকা হয়েছে।

বাগেরহাট জেলার চারটি আসনে প্রার্থিতা অনেকটা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দুটি আসনে হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দুই নেতাকে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনীত করছে বিএনপি।

সবচেয়ে বড় চমক আসছে চট্টগ্রাম-৪ আসনে। এখানে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে কর্মশালায় ডাকা হয়েছে, যা তাঁর মনোনয়ন পাওয়ার পথ সুগম করেছে। অন্যদিকে, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং যশোর-৬ আসনের কাজী রওনকুল ইসলামকেও কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি, যা ওই আসনগুলোতেও পরিবর্তনের ইঙ্গিত দেয়।

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও আসন বণ্টন চূড়ান্ত করছে বিএনপি। সূত্রমতে, তিন জোটের পাঁচজন শীর্ষ নেতার আসন নিশ্চিত করা হয়েছে: ১. মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য) – বগুড়া-২ ২. জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) – ব্রাহ্মণবাড়িয়া-৬ ৩. সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) – ঢাকা-১২

ভাসানী জনশক্তি পার্টি ও গণফোরামকে বর্তমানে কোনো আসন না দিলেও আগামীতে ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শরিকদের আসনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সমঝোতা হওয়া আসনগুলো থেকে বিএনপি নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেবে এবং শরিকরা নিজস্ব প্রতীকে লড়বেন।

বিএনপির ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানকে কর্মশালায় ডাকা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই প্রার্থী তালিকার সর্বশেষ সিদ্ধান্ত রয়েছে। রবিবার রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে এই তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবং আজ বা আগামীকাল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নামগুলো ঘোষণা করা হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার