Logo
Logo
×

রাজনীতি

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মন্ডল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মন্ডল

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী- ফকিরহাট-মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কপিল কৃষ্ণ মন্ডল নিজেই মোবাইল ফোনে মনোনয়ন নিশ্চিতের বিষয়টি  জানিয়েছেন।

কপিল কৃষ্ণ মন্ডল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। 

আরও পড়ুন
এর আগে, গত কয়েকদিন ধরে হাট-বাজার-চায়ের দোকানে মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ছিল- কে পাচ্ছেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার