Logo
Logo
×

রাজনীতি

আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দেবেন: তাহেরি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দেবেন: তাহেরি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি বলেছেন, আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অনেক নেতাকর্মী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার