Logo
Logo
×

রাজনীতি

ফজরের নামাজের পর হাদির কবর জিয়ারত করে যা বললেন জামায়াত আমির

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

ফজরের নামাজের পর হাদির কবর জিয়ারত করে যা বললেন জামায়াত আমির

ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। রোববার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেছেন। 

তিনি দাবি জানিয়েছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে।  

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিফলিত হয় জনমত- এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ-কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার