Logo
Logo
×

জাতীয়

হাদি হত্যাচেষ্টায় জড়িত দুই আসামি কোন সীমান্ত দিয়ে কখন পালাল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

হাদি হত্যাচেষ্টায় জড়িত দুই আসামি কোন সীমান্ত দিয়ে কখন পালাল

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ময়মনসিংহের সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাটের দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয়ে প্রবেশ করেছে। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, ফয়সাল গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিল। হত্যাচেষ্টার পর থেকে তাদের ধরতে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের তৎপরতায় রোববার (১৪ ডিসেম্বর) মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। 

তদন্তে জানা যায়, তারা ডিজিটাল ডিভাইসগুলো নিজেদের বহন না করলেও অন্য কোনো মাধ্যমে চালু রেখে অবস্থান বারবার পরিবর্তন করছিল। পুলিশ যখন তাদের অবস্থান ধরার চেষ্টা করছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটে পৌঁছায়। সেখান থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মাধ্যমে হালুয়াঘাটের সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার তুরায় পৌঁছায়।

ময়মনসিংহ সীমান্ত এলাকায় তদন্তে থাকা পুলিশ সূত্র জানায়, তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হলেও তারা মানব পাচারকারীদের সহযোগিতায় ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্য সিবিয়ন দিও ও সঞ্চয় চিসিমকে আটক করা হয়েছে।

হাদির ওপর হামলার পর তার চিকিৎসা চলছিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্তদের সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিদেশে পালিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার