Logo
Logo
×

জাতীয়

স্যান্ডহার্স্টে ইতিহাস গড়লেন বাংলাদেশি ক্যাডেট সাকিব আহসান রিফাত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ এএম

স্যান্ডহার্স্টে ইতিহাস গড়লেন বাংলাদেশি ক্যাডেট সাকিব আহসান রিফাত

বাংলাদেশের জন্য এটি এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে একযোগে দুটি সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট লেফটেন্যান্ট সাকিব আহসান রিফাত।

লন্ডনে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আনুষ্ঠানিক সমাপনী কুচকাওয়াজে তাঁকে প্রদান করা হয় ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ব্রিটিশ রাজপরিবারের সদস্য হার রয়্যাল হাইনেস প্রিন্সেস অ্যান এই সম্মাননা নিজ হাতে তুলে দেন।

লেফটেন্যান্ট সাকিব আহসান রিফাত বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৯তম লং কোর্সের একজন সদস্য। বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ২০০ অফিসার ক্যাডেটের মধ্যে সর্বোচ্চ কৃতিত্ব প্রদর্শন করে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টে একযোগে এ দুটি আন্তর্জাতিক সম্মান লাভ করলেন। তাঁর এই সাফল্য শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্য এক বিরল গৌরব ও অনুপ্রেরণার দৃষ্টান্ত।

নেতৃত্ব, সামরিক দক্ষতা, শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে প্রদত্ত এই সম্মান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার মর্যাদা আরও সুদৃঢ় হলো।

লেফটেন্যান্ট সাকিব আহসান রিফাতের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের সেনা কর্মকর্তাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে—যেখানে নিষ্ঠা, অধ্যবসায় ও দেশপ্রেম একসঙ্গে মিলিত হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার