আইস পুলিশ থামাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল উত্থাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
ইমিগ্রেশন কোর্ট এলাকায় অভিবাসী গ্রেফতার রোধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল উত্থাপন করেছে ডেমোক্র্যাটরা।বিলটি উত্থাপন করেছেন ড্যান গোল্ডম্যান, আদ্রিয়ানো এসপাইলাট এবং নাইডিয়া ভেলাজকুয়েজ । বিলটি পাস হলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অফিসাররা (আইস পুলিশ) ওয়ারেন্ট ছাড়া ফেডারেল ইমিগ্রেশন আদালতের কার্যক্রমে অংশগ্রহণকারী অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে না।
তবে ডিপোর্টেশন অর্ডার প্রাপ্ত , জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য আসন্ন হুমকির সাথে জড়িত মামলায় অভিবাসীদেও গ্রেপ্তার করা যাবে। কংগ্রেসম্যান গোল্ডম্যান বলেছেন, ওয়ারেন্ট ছাড়া আদালতে হাজিরার পরপরই অহিংস অভিবাসী কিংবা ক্রাইমে জড়িত নয় এমন অভিবাসীদের আটক মানবতাবিরোধী। আইনের শাসনের প্রতি অবজ্ঞা। কিন্তু সম্প্রতি আইস পলিশ কোর্ট এলাকায় ঢুকে আইনের আশ্রয় নেয়া অভিবাসীদের গণহারে গ্রেফÍার করছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি'র ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের এক গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম নয় মাসে আইস পলিশ দ্বারা গ্রেপ্তার হওয়া এক-তৃতীয়াংশেরও বেশি ব্যক্তির কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না । কিছু গ্রেপ্তারের মধ্যে মার্কিন নাগরিকও জড়িত ছিল। কংগ্রেসের সদস্য আদ্রিয়ানো এসপাইলাট উল্লেখ করেছেন যে এই গ্রেপ্তারগুলি অভিবাসন আদালতে উপস্থিতি নিরুৎসাহিত করতে পারে। সিবিএস নিউজের মতে, উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তাদের শুনানিতে উপস্থিত হচ্ছেন না। উল্লেখ্য, এই বিলটি পাস করতে হলে রিপাবলিক্যান সদস্যদের সর্মথন লাগবে। এককভাবে পাস করতে ডেমোক্র্যাটদের পর্যাপ্ত ভোট নেই।
এদিকে নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বলেছেন, আইস পুলিশ যদি ওয়ারেন্ট বা বিচারিক পরোয়ানা না দেখায় তবে কেউ তাদেও বাড়ির ভেতর প্রবেশ করতে দেবেন না।
নিরপরাধ অভিাবাসীদের গ্রেফতার রোধে ইলিনয় রাজ্যে আইন পাস
এদিকে ইলিনয় স্টেট গভর্নর জেবি প্রিটজকার মঙ্গলবার আদালত এলাকা, হাসপাতাল, উপসানালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট দেখানো ছাড়া কোন অভিবাসীকে গ্রেপ্তারের বিরুদ্ধে একটি আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে আইস পুলিশ আর ইচ্ছে করলেই যাকে তাকে আটক করে ডিটেনশনে পাঠাতে পারবে না। তিনি বলেছেন, ওয়ারেন্ট ছাড়া অভিবাসীদের আটকে মানবাধিকার লংঘিত হচ্ছে। শিকাগো এলাকায় তা ব্যাপক আকার ধারণ করেছে। লিটল ভিলেজের লা ভিলিটা কমিউনিটি চার্চে এই বিল স্বাক্ষর অনুষ্ঠানে গর্ভনর প্রিটজকার বলেন, ‘এটি অভিবাসীদের জন্য প্রতিরক্ষামূলক বিল। আমাদের রাজ্যকে যারা আতঙ্কিত করছে আইনটি তাদের বিরুদ্ধে আমাদের যৌথ পদক্ষেপের প্রতীক।’
এই নতুন আইনের অধীনে, আদালতের চারপাশে থেকে আইস পুলিশ দ্বারা আদালতের কার্যক্রমে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার থেকে অব্যাহতিপ্রাপ্ত। আইস পুলিশ যদি এই আপনি যদি আইনের অপব্যবহার করেন, তাহলে পরিণতি ভোগ করতে হবে।