Logo
Logo
×

জাতীয়

ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না: স্বাস্থ্য উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ এএম

ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, হাসপাতালে ডাক্তারদের রুম হয়েছে, নার্সদের রুম হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব- এ জায়গাগুলোকে কখনও ‘পার্টি অফিস’ বানিয়ে ফেলবেন না। এটা পার্টির জায়গা না, এটা দলের জায়গা না। এটা চিকিৎসার জায়গা, ‘ডিসকাসনের’ জায়গা। এখানে সমস্যা সমাধানের জায়গা। সেটা যেই দলের হোক না কেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের হাতে সময় বেশি দিন নেই। ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, অধ্যাপক এওয়াই এমডি জাফর ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার