পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা আমার ভাইকে বাঁচতে দেবে না: হাদির বোন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিবারে কান্নার রোল বইছে। ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে।
এ খবর পেয়ে হাদির স্বজনরা (বোন) দ্রুত ঢাকায় চলে যান। এর আগে প্রতিবেশীরা ওসমান হাদিদের বাসায় ছুটে আসেন। তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির বোন মাহফুজা বেগম কান্নারত অবস্থায় বলতে থাকেন- পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তোরে বাঁচতে দেবে না।
হাদির ভগিনীপতি বলেন, দেশবাসীর কাছে আমরা ওসমান হাদির জন্য বিচার চাই কারণ ও হচ্ছে সে পরিবারের হাদি না; ও নলছিটির হাদি, ঝালকাঠির হাদি, বরিশালের হাদি, টোটাল বাংলাদেশের হাদি সে।
হাদির পরিচয়
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সিবাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে ওসমান হাদি। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন মাওলানা আব্দুল হাদি।
২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।
ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে। ওসমান হাদি বর্তমানে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার বৃদ্ধা মাও এখন ঢাকার বাসায় অবস্থান করছেন।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর ঢাকায় ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ ও স্থানীয় সর্বস্তরের জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) এশার নামাজের পরে শহরের বাসস্ট্যান্ড (বিজয় উল্লাস) মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।