Logo
Logo
×

জাতীয়

ওসমান হাদির সর্বশেষ অবস্থা, খুলে নেয়া হয়েছে মাথার খুলি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

ওসমান হাদির সর্বশেষ অবস্থা, খুলে নেয়া হয়েছে মাথার খুলি

শরীফ ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আকুতি জানানো হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. আবু জাফর বলেন, “হাদীর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

যখন তিনি হাসপাতালে আসেন তখন তাঁর জিএস স্কোর ছিল সর্বনিম্ন-যা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। চিকিৎসকদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।”

তিনি আরও জানান, “বুলেটটি কানের ডান দিক দিয়ে মাথায় প্রবেশ করে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। সাধারণত যেদিক দিয়ে গুলি ঢোকে সেখানে ক্ষত ছোট থাকে, আর বের হওয়ার স্থানে বড় ক্ষত তৈরি হয় হাদির ক্ষেত্রেও তাই হয়েছে।

ব্রেনে ইনজুরি হলে ফুলে যায়, প্রেসার বাড়ে- যা অত্যন্ত ক্ষতিকর। প্রেসার নিয়ন্ত্রণে রাখতে নিউরো সার্জন ডা. জাহিদ রায়হান ও তাঁর টিম মাথার খুলির একটি বড় অংশ খুলে দিয়েছেন।”

তিনি বলেন, “নাক ও গলা দিয়ে কিছু রক্তক্ষরণ হচ্ছিল, নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

সরকারি সিদ্ধান্ত ছিল তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার, কিন্তু পরিবার এভারকেয়ার হাসপাতালে নিতে অনুরোধ করে। পরে আমরা সেখানে যোগাযোগ করে তাঁকে পাঠিয়ে দিয়েছি।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার