ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসক সূত্রে জানা গেছে, হাদির শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তের গ্রুপ ‘বি নেগেটিভ’। জরুরি ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তার জন্য রক্ত সংগ্রহ করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, হাদির অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। চিকিৎসকরা জানান, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথার ভেতরে এখনও একটি গুলি রয়ে গেছে। কানের পাশেও গুলির আঘাত পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, “ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও অবস্থা এখনও সংকটাপন্ন।”
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাদির চিকিৎসায় চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরা ও রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালে অবস্থান করছেন।