গুলিবিদ্ধ হাদির পাশে থাকা রাফির বর্ণনায় ঘটনার ভয়াবহতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর শুক্রবার দুপুরে যে সশস্ত্র হামলা হয়, সেই সময় তাঁর পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। পরে তিনি গণমাধ্যমকে হামলার মুহূর্তের বিবরণ তুলে ধরেন।
রাফির ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে তাঁরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। বিজয়নগর পৌঁছানোর পর হঠাৎ মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছে এসে ওসমান হাদির দিকে গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। রাফি জানান, ঘটনার সময় তিনি হাদির পেছনের রিকশায় ছিলেন এবং সবকিছু তাঁর চোখের সামনেই ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত হাদিকে ঢামেকে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁর মাথার ভেতরে গুলি আটকে আছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে, ঘটনার পর হাদিকে দেখতে ঢামেকে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়। তাঁরা ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে হাসপাতালে প্রবেশে সহায়তা করেন।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ হাদিকে দুপুর আড়াইটার দিকে জরুরি বিভাগে আনা হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তাঁর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তাঁরা ঘটনাটি তদন্ত করছেন এবং সঠিক তথ্যের জন্য টিম মাঠে কাজ করছে।